Published : 27 Aug 2024, 08:04 PM
দলে নতুন মিডফিল্ডার যোগ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুয়ের ফুটবলার মানুয়েল উগার্তেকে টানতে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
২৩ বছর বয়সী উগার্তের ট্রান্সফার ফি হিসেবে পিএসজিকে পাঁচ কোটি ইউরো দিতে প্রস্তুত ইউনাইটেড। অতিরিক্ত আরও এক কোটি ইউরো খরচ হতে পারে ক্লাবটির।
বিবিসির প্রতিবদনে বলা হয়েছে, মেডিকেলের জন্য মঙ্গলবার ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দিতে পারেন উগার্তে।
পর্তুগালের ক্লাব স্পোর্তিং থেকে গত বছর পিএসজিতে যোগ দেন উগার্তে। গত মৌসুমে ফরাসি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার, করেন তিনটি অ্যাসিস্ট।
ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে এবারের লিগ শুরু করে ইউনাইটেড। কিন্তু পরের ম্যাচেই তারা ২-১ গোলে হেরে যায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে।
আগামী রোববার লিভারপুলের মুখোমুখি হবে এরিক টেন হাগের দল।