Published : 03 Apr 2023, 12:03 AM
লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরানোর সম্ভাবনা নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এই বিষয়ে কাতালান ক্লাবটিকে সতর্ক করলেন জেরার্দ পিকে। ক্লাবটির সাবেক এই ডিফেন্ডারের মতে, পিএসজি তারকাকে জোর করে কাম্প নউয়ে ফেরানোর ফলাফল ভালো নাও হতে পারে।
বার্সেলোনার আর্থিক দৈন্যতার কারণে ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি। দুই বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে, যার মেয়াদ শেষ হবে এই মৌসুমে।
পিএসজিতে মেসির চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তায় ডালপালা মেলছে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন। এতে সবচেয়ে বেশি উঠে আসছে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের বার্সেলোনায় ফেরার বিষয়টি। এ ছাড়া আলোচনায় রয়েছে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামির নামও।
সম্প্রতি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেছেন, তারা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনার পরিকল্পনা করছেন। তবে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে কাম্প নউয়ে দেখার আশাবাদ ব্যক্ত করেছেন বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইউস্তে।
তার কথায় পিকে অবশ্য আশার আলো দেখছেন কমই। মেসির সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে চলতি মৌসুমের শুরুতে ফুটবলকে বিদায় জানানো এই স্প্যানিয়ার্ডের। একসঙ্গে তারা জিতেছেন ৮টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপা।
মেসিকে আবার বার্সেলোনার জার্সিতে দেখতে চাইলেও পিকের চাওয়া তা যেন হয় সব পক্ষের সম্মতিতেই। সম্প্রতি জেরার্দো মোরেনোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, মেসিকে ফেরাতে হলে সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।
“সে (মেসি) ইউস্তেকে চেনে এবং তিনি দারুণ মানুষ, যিনি সবসময় আপনি যা শুনতে চান তাই বলবে। তবে পরিস্থিতিকে বাধ্য করা বিপরীতমুখী হতে পারে। বিষয়গুলো স্বাভাবিকভাবে হতে হবে। এটা যদি হওয়ায় মতো হয়, তাহলে তা হবেই। উভয় পক্ষের ইচ্ছা থাকলে ফুটবলে একটা মিশন সবসময় সফল হতে পারে।”