বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 11 May 2024, 08:23 PM
২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক আসরেই যে মুকুট মাথায় তুলেছিল বসুন্ধরা কিংস, তা আর কখনও নামেনি। এবার দিয়ে তারা টানা পঞ্চমবারের মতো লিগ জয়ের অনন্য ইতিহাস গড়ল। এমন অবিশ্বাস্য অর্জনের কৃতিত্বের পুরোটাই দলকে দিলেন কিংস কোচ অস্কার ব্রুসন।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শনিবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করে কিংস। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। মিনহাজ রাকিবের গোলে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিলেও মোহামেডান পারেনি দুর্বার কিংসকে আটকাতে।
কিংসকে আসলে কেউ আটকাতে পারছে না শুরু থেকেই। ২০১৮-১৯ মৌসুমের পরের মৌসুমের (২০১৯-২০) লিগ করোনাভাইরাস মহামারীর কারণে ছয় রাউন্ড খেলার পর পরিত্যাক্ত হয়েছিল। এর পরের চারটিই জিতল কিংস।
২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর আবাহনী সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে টানা তিনবার সেরা হওয়ার অভিজ্ঞতা আছে তাদের। কিংস সে রেকর্ড ভেঙেছিল গত মৌসুমেই লিগ জিতে।
টানা চারবার লিগ জয়ের একটা রেকর্ড নিয়ে অবশ্য ‘বিতর্ক’ আছে। স্বাধীনতা পূর্ব সময়ে যখন নাম ছিল ঢাকা লিগ, তখন ওয়ান্ডারার্সের ১৯৫৩ থেকে ১৯৫৬ পর্যন্ত টানা চারবার সেরা হওয়ার কীর্তি আছে। এই পরিসংখ্যান ধরলে এবার টানা পাঁচবার লিগ জিতে রেকর্ড গড়ল কিংস।
অভাবনীয় এই প্রাপ্তির উদযাপন অবশ্য কিংস ময়মনসিংহে করল খুবই সাদামাটাভাবে! শেষের বাঁশি বাজার পর খেলোয়াড়ের দেখা গেল ভাবলেশহীন! করমর্দনের সময় যা একটু উচ্ছ্বাসের প্রকাশ।
গ্যালারিতে সমর্থকরা অবশ্য রঙিন ধোয়া উড়িয়ে করেছেন উৎসব। এরপর খেলোয়াড়, কোচ, স্টাফরা মিলে বৃত্তাকারে দাঁড়িয়ে হৈ-হুল্লোড়ে মেতেছিলেন কিছুক্ষণের জন্য।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্প্যানিশ কোচ ব্রুসনের কণ্ঠে উচ্ছ্বাস, তৃপ্তির ছাপ থাকল স্পষ্ট।
“ভীষণ খুশি। পুরো মৌসুম নিয়েই আমি খুব খুশি, মাত্র ১টা ম্যাচ হেরেছি ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়া বড় অর্জন। টানা পাঁচবার লিগ জেতা-এটা কেউ পারেনি। এই কৃতিত্ব ছেলেদের।”
“এখানে আমরা ১ পয়েন্ট বা ড্রয়ের জন্য আসতে পারতাম, তাহলে পরের ম্যাচে আরেক পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু আমরা এসেছিলাম জয়ের জন্য। ৬০-৭০ মিনিট পর্যন্ত আমরাই আধিপত্য করেছি, আসলে শিরোপা জিততে হলে ভুগতে হয়, শেষ ২০ মিনিট আমরা ভুগেছি, কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। এই কৃতিত্ব ছেলেদের।”