চ্যাম্পিয়ন্স লিগ
Published : 21 Jan 2025, 10:14 PM
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কিলিয়ান এমবাপের ভাবনার জগতজুড়ে খেলা করছিল নানা কিছু। কীভাবে নিজেকে মেলে ধরবেন, স্বপ্নের ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে দ্যুতি ছড়াবেন; এসব চিন্তায় বিভোর ছিলেন তিনি। ফরাসি তারকার মতে, এই অতিরিক্ত ভাবনা তার খেলায় বিরূপ প্রভাব ফেলছিল। মানসিকতায় বদল এনে এখন আলো ছড়াতে পারছেন তিনি।
গত গ্রীষ্মের দলবদলে আকাশচুম্বি প্রত্যাশা সঙ্গী করে পিএসজি থেকে রেয়ালে পাড়ি জমালেও অনেকটা অচেনা হয়েই ছিলেন এমবাপে। মাঝমধ্যে ঝলক দেখালেও ছিল না ধারাবাহিকতা। কিছুদিন আগ পর্যন্তও অনেক সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি।
কঠিন সেই সময়টা পেছনে ফেলে এখন স্বরূপে ফেরার পথে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন তিনি। লা লিগায় ১২ গোল নিয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোল তার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হয়ে গেছে ১৮টি।
লা লিগায় গত রোববার লাস পালমাসের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে দুবার জালের দেখা পান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার সালসবুর্কের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন ক্রমেই তার চেনা রূপে ফেরার পেছনের কারণ জানালেন তিনি।
“এটা অনেকটা মানসিক ব্যাপার ছিল। শারীরিকভাবে ভালো ছিলাম, দল নিয়ে খুশি ছিলাম, কিন্তু দলকে আমার আরও ভালো পারফরম্যান্স দেওয়ার ছিল। সেটা আমি জানতাম। (আথলেতিক) বিলবাও ম্যাচের পর আমি নিজেকে বলেছিলাম, ‘এখনই সময়।’ খারাপ খেলতে মাদ্রিদে আসিনি। এটাই সবকিছু বদলে দিয়েছে। মাদ্রিদে সব সময় ভালো খেলতে হবে এবং এখন আমি প্রস্তুত।”
“আমি অনেক কিছু ভাবছিলাম। অনেক বেশি। কীভাবে এটা করব, কীভাবে মাঠে জায়গা বদল করব…আর যখনই কেউ এত চিন্তা করে, তখন সে ভালো খেলতে পারে না।”
এক সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপে।
লা লিগায় শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় নেই রেয়াল। ৬ ম্যাচে কেবল ৩টি জিতেছে তারা। ৯ পয়েন্ট নিয়ে আছে ২০তম স্থানে।