Published : 30 May 2025, 12:02 PM
চুক্তি ছিল দেড় বছরের। সের্জিও কন্সেইসাও টিকলেন মোটে পাঁচ মাস। হতাশায় ভরা মৌসুম শেষে কোচকে বিদায় করার ঘোষণা দিল এসি মিলান।
এবারের মৌসুমে এসি মিলানের যা পারফরম্যান্স, তাতে কোচের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল আগেই। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলো বৃহস্পতিবার।
গত ৩০ ডিসেম্বর মিলানের নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কন্সেইসাও। তার শুরুটা ছিল দারুণ। দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেক পরই ইতালিয়ান সুপার কাপ জয় করে দল। ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে তারা হারায় নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে।
তবে সেই ঝলক পরে আর থাকেনি। লিগে ক্রমাগত ধুঁকেছে দল। চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে গেছে প্লে-অফ থেকে। শেষ আশা ছিল ইতালিয়ান কাপ। সেখানেও ফাইনালে তারা হেরে গেছে বোলোনিয়ার কাছে।
১৯ বারের সেরি আ জয়ী ক্লাব এবার লিগ শেষ করেছে অষ্টম স্থানে থাকে। চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে পিছিয়ে ছিল তারা ১৯ পয়েন্ট।
সব মিলিয়ে অবধারিত হয়ে পড়েছিল কন্সেইসাওয়ের বিদায়।
এই নিয়ে এক বছরের মধ্যে তৃতীয়বার কোচ বিদায় করল দলটি। গত মৌসুম শেষে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়ে যান স্তেফানো পিওলি। তার জায়গায় গত জুনে নিয়োগ পান পাউলো ফনসেকা। তিন বছরের চুক্তি হলেও তিনি টেকেননি ছয় মাসও। এবার একই পরিণতি হলো কন্সেইসাওয়ের।
নতুন কোচ হিসেবে জোরেসোরে শোনা যাচ্ছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির নাম। তার সঙ্গে কথা পাকা হয়ে গেছে বলেও খবর এসেছে ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমে।
সেটি সত্যি হলে দ্বিতীয় দফায় মিলানে ফিরবেন আল্লেগ্রি। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত মিলানে ছিলেন তিনি। ২০১১ সালে তার কোচিংয়ে ইতালিয়ান সুপার কাপ ও সেরি আ জয় করে মিলান। পরে তিনি দারুণ সফল সময় কাটান ইউভেন্তুসে।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউভেন্তুসে প্রথম দফার দায়িত্বে টানা পাঁচটি সেরি আ শিরোপা জয়ের পাশাপাশি টানা চারবার জিতে নেন ইতালিয়ান কাপ ও দুবার ইতালিয়ান সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হন দুবার। ইউভেন্তুসে দ্বিতীয় দফায় ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত তিনি ছিলেন দায়িত্বে। এবার অবশ্য ততটা সফল হননি তিনি। তবে তুরিনের ক্লাবটির হয়ে ইতালিয়ান কাপ জেতেন গত বছরের মে মাসে।
ওই শিরোপা জয়ের দুই দিন পরই তাকে বরখাস্ত করা হয় বাজে আচরণের দায়ে। ৫৭ বছর বয়সী কোচকে এখন আবার দেখা যেতে পারে মিলানের ডাগআউটে।