প্যারিস অলিম্পিকস
Published : 03 Aug 2024, 01:07 AM
কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো দারুণ ছুটেচলায় পৌঁছে গেছে নতুন আরেক উচ্চতায়। অলিম্পিকসের আঙিনায় প্রথমবারের মতো নকআউট পর্বে খেলতে নেমে সেমি-ফাইনালে উঠেছে দলটি। পুরুষ ফুটবলের শেষ আটের লড়াইয়ে তারা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
ক্লাব পিএসজির স্টেডিয়ামে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে শুরু থেকে আধিপত্য করে মরক্কো জিতেছে ৪-০ গোলে।
সুফিয়ানে রাহিমির ২৯তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করে তারা; একে একে জালে বল পাঠান ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।
চমৎকার পারফরম্যান্সে ২০২২ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠে ইতিহাস গড়ে মরক্কো। অলিম্পিকসে অবশ্য অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল, বেশি বয়সী তিন জন খেলার সুযোগ পান। তবে এখানেও তাদের এগিয়ে চলা দেশটির ফুটবলের ধারাবাহিক উন্নতিরই প্রমাণ।
ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো খেলবে স্পেনের বিপক্ষে। আরেক কোয়ার্টার-ফাইনালে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ীরা ৩-০ গোলে হারিয়েছে জাপানকে।
স্পেনের জয়ের নায়ক ফের্মিন লোপেস, দুটি গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। অন্য গোলটি করেন জিরোনার ফরোয়ার্ড আবেল রুইস।