চ্যাম্পিয়ন্স লিগ
Published : 30 Sep 2024, 08:28 PM
ঊরুর চোটে কিলিয়ান এমবাপের আরও কিছুদিন মাঠের বাইরে থাকার খবর এসেছিল। তবে, এক সপ্তাহের মধ্যে তাকে ঘিরে সুখবর দিল রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে সামনের ম্যাচের জন্য এই তারকাকে নিয়েই দল সাজিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
আগামী বুধবার ফরাসি দল লিলের মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটির জন্য সোমবার ২১ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
গত মঙ্গলবার আলাভাসের বিপক্ষে লিগ ম্যাচে ৮০তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে উঠে যান এমবাপে। ৩-২ গোলে জেতা ওই ম্যাচে একটি গোল করেন চলতি মৌসুমে পিএসজি থেকে রেয়ালে যোগ দেওয়া বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
সেই ম্যাচের পরদিন বিবৃতি দিয়ে রেয়াল নিশ্চিত করে এমবাপের বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পাওয়ার কথা। তখন ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন বলেছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সী ফরাসি তারকাকে।
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে এমবাপেকে পায়নি রেয়াল। রোববার রাতে ম্যাচটি ১-১ ড্র হয়। একদিন পরই তাকে দলে ফেরাল স্প্যানিশ ক্লাবটি।
লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া এমবাপের গোলসংখ্যা এখন পাঁচটি। চোট পাওয়ার আগে নতুন ঠিকানায় মানিয়ে নিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন তিনি।
স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে রেয়াল।