স্প্যানিশ ফুটবল
Published : 02 Jun 2025, 04:44 PM
পিঠের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন থিবো কোর্তোয়া। বাধ্য হয়েই আসছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে বেলজিয়াম।
কোর্তোয়ার পিঠের নিচের দিকের এই চোটের কথা রোববার তার ক্লাব রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়। রেয়াল ও বেলজিয়াম জাতীয় দলের মেডিকেল টিম আলোচনা করেই কোর্তোয়াকে আপাতত মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।
ফলে আগামী শুক্রবার নর্থ মেসিডোনিয়ার মাঠে এবং ৯ জুন ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচের দলে কোর্তোয়ার জায়গায় ক্লাব ব্রুজের গোলরক্ষক নুরদিন ইয়াকার্সকে ডেকেছেন বেলজিয়াম কোচ। আন্তর্জাতিক ফুটবলে এখনও অভিষেক হয়নি তার।
‘জে’ গ্রুপের এই দুই ম্যাচে বেলজিয়ামের পোস্টে দেখা যেতে পারে নটিংহ্যাম ফরেস্টের মাটস সেলসকে।
৩৩ বছর বয়সী কোর্তোয়ার এই চোট রেয়াল মাদ্রিদের জন্যও অনেক বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।
ক্লাবটির এবারের হতাশায় ভরা মৌসুমে আগেও চোটের ছোবলে ভুগতে হয়েছে কোর্তোয়াকে। খালি হাতে শেষ করা মৌসুমের পুরোটা সময় জুড়ে অনেক খেলোয়াড়ের চোটে জর্জরিত ছিল মাদ্রিদের ক্লাবটি। এমনও অনেক ম্যাচ গেছে, যেখানে একাদশ সাজাতেই হিমশিত খেতে হয়েছে সদ্য সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে।
আসছে ক্লাব বিশ্বকাপ দিয়ে সেই হতাশায় কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ ইউরোপের সফলতম ক্লাবটির সামনে। সেখানে প্রথম পছন্দের গোলরক্ষককে না পেলে, নতুন কোচ শাবি আলোন্সোর পরিকল্পনায় তা হবে বড় আঘাত।