বাংলাদেশ ফুটবল ফেডারেশ
Published : 01 Feb 2025, 08:27 PM
আগামী মার্চের এশিয়ান কাপের বাছাই সামনে রেখে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর ভাবনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এপ্রিলের পরিবর্তে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।
বাফুফে ভবনে শনিবার বৈঠকে বসে পেশাদার লিগ কমিটি। এতে লিগের দ্বিতীয় পর্ব, চলমান ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু, স্বাধীনতা কাপ এবং আগামী মৌসুমে পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কমিটির আগের ভাবনায় ছিল বাছাইয়ের পর লিগের দ্বিতীয় ধাপের খেলা শুরুর। তবে সেটা এগিয়ে এনে ২১ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
“আগামী মাসে জাতীয় দলের ক্যাম্প আছে। জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে, বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে এ মাসে। সেক্ষেত্রে আমরা ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু করতে চাই, যেন খেলোয়াড়েরা খেলার মধ্যে থাকে।”
চলমান ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ারের তিনটি ম্যাচ ভিন্ন ভিন্ন সপ্তাহে আয়োজনের ভাবনা ছিল লিগ কমিটির। সেখান থেকেও সরে এসেছে লিগ কমিটি।
“ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু নির্ধারিণ করা হয়েছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। কোয়ালিফায়ার ম্যাচগুলো ভিন্ন ভিন্ন সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, একই দিনে প্রথম দুটি কোয়ালিফায়ার এবং পরে অন্যটি আয়োজন করব। ফাইনাল এপ্রিলের ২২ তারিখে।”
মৌসুম শুরুর আসর স্বাধীনতা কাপ মৌসুমের শেষে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজনের সিদ্ধান্ত লিগ কমিটির। ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড়দের আগে থেকেই ছেড়ে দেওয়ার সুযোগ করে দিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আগামী মৌসুমের পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের একটা খসড়া পরিকল্পনাও হয়েছে বলে জানিয়েছেন ইমরুল।
“ফেডারেশন কাপ, সুপার কাপ, প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও চ্যালেঞ্জ কাপ- এই পাঁচটি আসর আগামী মৌসুমে আয়োজন করতে চাই আমরা। চ্যালেঞ্জ কাপ হবে এক ম্যাচের। সুপার কাপের প্রাইজমানি আশা করি কোটি টাকার নিচে হবে না।”
প্রথম সুপার কাপ হয়েছিল ২০০৯ সালে। কোটি টাকার পুরস্কার দিয়ে আলোচনায় আসা এই প্রতিযোগিতা এরপর ২০১১ ও ২০১৩ সালে মাঠে গড়িয়েছিল। এরপর প্রতি মৌসুমে নানা আলোচনায় হলেও আলোর মুখ দেখেনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে ৪ মার্চ। এবার বিআরটিসি, লিটল ফ্রেন্ডস, আরামবাগ, বারিধারা, ওয়ারী, পিডব্লিউডি,বাফুফে এলিট একাডেমি, ফরাশগঞ্জ, ঢাকা রেঞ্জার্স ও নোফেল স্পোর্টিং ক্লাব অংশ নিবে। এই এগারো দলের মধ্যে শীর্ষ দুই দল প্রিমিয়ারে উঠবে আর সর্বনিম্ন দুই দল প্রথম বিভাগে অবনমিত হবে।