ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ
Published : 18 Dec 2024, 05:46 PM
সাফল্যে ভরা বছরের শেষ পর্যায়ে এসে আরেকটি শিরোপা হাতছানি দিচ্ছে রেয়াল মাদ্রিদকে। সুযোগটি হাতছাড়া করতে একদমই রাজি নন ইউরোপের সফলতম ক্লাবটির মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি জিতে বছর শেষ করতে চান এই ইংলিশ ফুটবলার।
আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে রেয়াল। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকোর পাচুকা এফসিকে।
শিরোপা নির্ধারণী ম্যাচটি বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দলের মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।
২০২৩-২৪ মৌসুম শুরুর আগে রেয়াল যোগ দিয়ে এরই মধ্যে অনেকগুলো শিরোপার স্বাদ পেয়ে গেছেন বেলিংহ্যাম। চলতি বছর লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও পুনরুদ্ধার করেছে স্প্যানিশ ক্লাবটি। জিতেছে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপও।
রেয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স যদিও একদমই ভালো নয়। তাদের নিয়ে প্রতিনিয়ত চলছে আলোচনা-সমালোচনা। চাপের মধ্যে থাকা দলটির সামনে এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের সুযোগ। ফিফায় দেওয়া সাক্ষাৎকারে বেলিংহ্যাম বললেন, এই শিরোপা জেতায় এখন পূর্ণ মনোযোগ তাদের। অচেনা প্রতিপক্ষকে অবশ্য সমীহও করছেন তারা।
“এটা (রেয়ালের হয়ে শিরোপা জেতা) আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। গত বছর কয়েকটি শিরোপা জিততে পারা এবং অবশ্যই আগামীকাল আরেকটি শিরোপা জেতার সুযোগ পাওয়া, সত্যিই অসাধারণ। ক্লাবের মাহাত্ম্য এতই বেশি যে, আমার কাছে মনে হয় এখানে শিরোপা জিততে পারাটা অনেকটা স্বস্তি পাওয়ার মতো। অতীতে ক্লাবটি যা কিছু অর্জন করেছে, আমরা সবসময় সেই পর্যায়ে থাকার চেষ্টা করি। তাই শিরোপা জিততে পারা এবং আগামীকাল আবার সেটা করার সুযোগ পাওয়া আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে নিশ্চিত সাফল্যও ধরে নিচ্ছি না আমি।”
“আমার মনে হয় না, এমন কোনো টুর্নামেন্ট আছে যেটাকে এই ক্লাব হালকাভাবে নেয়। এটা এমন একটা ক্লাব, যেখানে সাফল্য ও জয়ের মানসিকতা দাবি রাখে। আগামীকালের (বুধবার) ম্যাচেও অবশ্যই তা দেখা যাবে। সেরা উপায়ে বছর শেষ করার চেষ্টা করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, আগামীকাল আরেকটি শিরোপা জেতা এবং তারপরে সপ্তাহান্তে একটি গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ।”