ইংলিশ ফুটবল
Published : 21 Nov 2024, 07:32 PM
চোট রিস জেমসের নিত্য সঙ্গী কয়েক মৌসুম ধরেই। আরও একবার হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তিনি। প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে এই ইংলিশ ডিফেন্ডারকে পাবে না চেলসি।
গত কয়েক মৌসুম ধরে প্রায়ই হ্যামস্ট্রিং চোটে ভুগছেন ২৪ বছর বয়সী জেমস। পাঁচ মাস বাইরে থাকার পর গত ২০ অক্টোবর লিভারপুলের বিপক্ষে চেলসির ২-১ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।
চেলসি কোচ এন্টসো মারেস্কা বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বললেন, জেমসের এবারের চোট গুরুতর নয় বলে মনে হচ্ছে তাদের। এক ম্যাচ পরই তাকে পাওয়ার আশা কোচের।
“এটি হ্যামস্ট্রিং সমস্যা… আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আশা করি, এর পরের ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে এই ম্যাচে নয়।”
বারবার চোটের ধাক্কায় গত মৌসুমে চেলসির হয়ে স্রেফ ৪৮৮ মিনিট খেলতে পারেন জেমস। গত ডিসেম্বরে অস্ত্রোপচার হয় তার। এবার ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সফরে আরেকবার হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি।
চেলসি অধিনায়ক এই মৌসুমে খেলতে পেরেছেন কেবল চার ম্যাচ।
আগামী শনিবার লেস্টারের মাঠে খেলবে চেলসি। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে তিন নম্বরে আছে তারা।