ইউরোপা লিগ
Published : 07 May 2025, 04:51 PM
ইউরোপা লিগের ফাইনালে ওঠার শেষ চেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়াইয়ে নামার আগে অনেক বড় ধাক্কা খেয়েছে আথলেতিক বিলবাও। চোটের ছোবলে মাঠের বাইরে ছিটকে গেছেন দুই উইঙ্গার নিকো উইলিয়ামস ও ইনাকি উইলিয়ামস।
দলের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ওইহান সানসেতকেও পাবে না বিলবাও।
গত বৃহস্পতিবার সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে বিলবাও। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে ফিরতি দেখায় অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে তাদেরকে।
এবারের ম্যাচটি আবার হবে ইউনাইটেডের মাঠে। তাই বিলবাওয়ের জন্য লড়াইটা আরও কঠিন হবে। সেখানে দুই উইলিয়ামস ভাইয়ের অনুপস্থিতি স্প্যানিশ ক্লাবটির জন্য অনেক বড় থাক্কা।
আসছে ম্যাচটির জন্য এই দুজনকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন বিলবাও কোচ এরনেস্তো ভালভের্দে। গত রোববার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচেও খেলতে পারেননি এই মৌসুমে ১১টি গোল করা নিকো। আর সোসিয়েদাদ ম্যাচের ৬২তম মিনিটে চোট পেয়ে উঠে যান চলতি মৌসুমে ১১ গোল ও ৯টি অ্যাসিস্ট করা বড় ভাই ইনাকি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ গোল করা সানসেত হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রথম লেগেও খেলতে পারেননি। সেই চোট এখনও কাটিয়ে না ওঠায় খেলতে পারবেন না ফিরতি ম্যাচেও।
ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত একটায় শুরু হবে ম্যাচটি।