ক্লাব বিশ্বকাপ
Published : 12 Jun 2025, 04:01 PM
মৌসুম একদমই ভালো কাটছে না রেয়াল মাদ্রিদের। তবে দলের প্রতি আস্থার কোনো কমতি নেই থিবো কোর্তোয়ার। ধারাবাহিকতা খুঁজে ফেরা দলকে অভিজ্ঞ এই গোলরক্ষক দেখছেন ক্লাব বিশ্বকাপের ফেভারিটদের মাঝে।
ডিএজেডএনের সঙ্গে আলাপ চারিতায় ট্রফি জিতে প্রলম্বিত মৌসুম শেষ করার আত্মবিশ্বাস শোনা গেল কোর্তোয়ার কণ্ঠে।
“আমরা সব সময়ই টুর্নামেন্টে যাই শিরোপার জিততে। আর আমরা সম্ভবত এবার ফেভারিটদের একটি। আমরা শিরোপা জয়ের জন্য খেলতে চাই। যত দূর সম্ভব যাওয়ার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব।”
কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারে রেয়াল। লা লিগায় কাতালান ক্লাবটির পেছনে পড়ে হয় রানার্সআপ। চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে কোয়ার্টার-ফাইনাল থেকে।
এরপর বেশ বদল এসেছে রেয়ালে। প্রিয় ক্লাব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। তার জায়গায় এসেছেন ক্লাবেরই সাবেক খেলোয়াড় শাবি আলোন্সো।
শক্তি বাড়াতে দলে এসেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। এসবের ভূমিকা থাকতে পারে ক্লাব বিশ্বকাপে। তবে কোর্তোয়াকে আশা দেখাচ্ছে, শিরোপার জন্য রেয়ালের তীব্র আকাঙ্ক্ষা।
“প্রতি বছর আমরা সব ট্রফি জয়ের জন্যই খেলি। এই চাপ আমাদের নিত্য সঙ্গী। ট্রফি জয় অবশ্য অ্যাড্রেনালিনের একটা উৎস, যা আপনি ধারাবাহিকভাবে অনুভব করতে চাইবেন। আমি করি, আমরা প্রতি বছরই জিততে চাই আমাদের ধারাবাহিকভাবে উঁচুমানের ফুটবল খেলতে হয়। আর আমাদের কাছে সবাই সেটাই আশা করে।”
আগামী বৃহস্পতিবার আল-হিলাল ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে রেয়াল। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষে পাচুকা ও রেড বুল সালসবুর্ক।