Published : 19 Aug 2024, 09:08 PM
চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে আগেভাগেই ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দেশটির সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) সোমবার বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অঁরি। তার চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।
প্যারিস অলিম্পিকসে পুরুষদের ফুটবলের ফাইনালে স্পেনের বিপক্ষে দলের হারের কয়েকদিন পরই সরে দাঁড়ালেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী অঁরি। তার কোচিংয়ে অলিম্পিকসে খেলে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।