চ্যাম্পিয়ন্স লিগ
Published : 31 May 2024, 04:36 PM
বিশ্বাস-অবিশ্বাসের ঘোরে আছেন জ্যাডন স্যানচো। দুঃসময়ের স্রোত ডিঙিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন, বিষয়টি যেন কল্পনাই করতে পারছেন না তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ডের কাছে ‘পরাবাস্তব’ লাগছে সব কিছু।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চদশ শিরোপা ঘরে তোলার অভিযানে নামবে রেয়াল। আর ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতায় দ্বিতীয় ট্রফি জেতার জন্য লড়বে ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি তাদের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল সেই ১৯৯৭ সালে।
ডর্টমুন্ডের জন্য তো বটেই, স্যানচোর জন্যও এই ফাইনাল বিশেষ কিছু। ২০২১ সালের অগাস্টে এই ডর্টমুন্ড ছেড়েই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু ইংলিশ ক্লাবটিতে নিয়মিত হতে পারেননি। কোচ এরিক টেন হাগের সঙ্গে বিবাদেও জড়ান ২৪ বছর বয়সী এই ফুটবলার।
শেষ পর্যন্ত গত জানুয়ারিতে ধারে পুরোনো ক্লাবে ডর্টমুন্ডে ফেরেন তিনি। সেখানে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ইংলিশ ফরোয়ার্ড।
ক্যারিয়ারে বাজে সময় কাটানোর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে পারবেন, কল্পনাও করেননি স্যানচো। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে অবিশ্বাস্য সেই অনুভূতির কথা বললেন তিনি।
“সত্যি কথা বলতে, এটা (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা) পরাবাস্তব মনে হচ্ছে। পুরো বিষয়টি এখনও হজম করতে পারছি না।”
“পাগলাটে এক ব্যাপার। আমার মনে হয় না, কেউ এটা আশা করেছিল-আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছি, বিশেষ করে যে অবস্থা থেকে আমি এসেছি। আমি অনেক খুশি।”
ফাইনালে সাবেক ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যামের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন স্যানচো। ডর্টমুন্ড থেকেই গত গ্রীষ্মের দলবদলে রেয়ালে যোগ দেন বেলিংহ্যাম। স্যানচো মনে করছেন, ব্যালন দ’র-এর লড়াইয়ে রেয়াল সতীর্থ ভিনিসিউস জুনিয়রকে চ্যালেঞ্জ জানাবেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।