বাফুফে
Published : 26 May 2025, 10:16 PM
ওয়েবসাইট বিড়ম্বনার সমাধান করে অনলাইনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রি শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত ১০টায় শুরু হবে ক্লাব হাউজ ২ এবং নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকেট বিক্রি। পূর্ব পাশের গ্যালারির টিকেট পাওয়া যাবে খুব শিগগির।
টিকিফাই (tickify.live)-কে দায়িত্ব দিয়েছিল বাফুফে। গত শনিবার দুপুর ১২টা থেকে এই ওয়েবসাইটে টিকেট ছাড়ার কথা ছিল। কিন্তু পরে সময় পিছিয়ে নেয় রাত ৮টায়। তখন অনেকে ওয়েবসাইটে ঢুকতে পারেনি। কেউ কেউ প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শেষ ধাপে গিয়ে টিকেট পাননি। এমন নানা বিড়ম্বনার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরেন অনেকে।
পরিস্থিতি বেগতিক দেখে টিকেট বিক্রি বন্ধ করে দেয় বাফুফে। এ নিয়ে রোববার বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমের কাছে তুলে ধরেন সমস্যার কারণ। সেগুলোর সমাধান করে নতুন করে টিকেট বিক্রি শুরু করছে বাফুফে।
আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।