Published : 08 Jul 2025, 10:54 AM
অবসর জীবনে এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা ছিল ভয়চেক স্ট্যান্সনির। কিন্তু গত অক্টোবরে তার জীবন ও ক্যারিয়ার যে নাটকীয় মোড় নেয়, সেই পথ ধরে আরও অন্তত দুই বছর ছুটবেন তিনি। বার্সেলোনায় চুক্তি নবায়ন করেছেন ৩৫ বছর বয়সী গোলকিপার।
গত কিছুদিনের নানা খবর অনুযায়ী এটা অবধারিতই হয়ে উঠেছিল। বার্সেলোনা সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় চুক্তি বাড়ানোর।
বার্সেলোনার ডাকেই কয়েক মাসের জন্য অবসর ভেঙে ফিরেছিলেন তিনি গত অক্টোবরের শুরুতে। কাতালান ক্লাবটিতে এখন তিনি থাকবেন ২০২৭ পর্যন্ত।
চোটে পড়ে মূল গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন গোটা মৌসুমের জন্য ছিটকে পড়ায় স্ট্যান্সনির দুয়ারে কড়া নেড়েছিল বার্সেলোনা। অবসরে থাকা গোলকিপার সেই অনুরোধে সাড়া দিয়ে ফিরেছিলেন মৌসুমের বাকি সময়টার জন্য।
গত মে মাসেই তিনি বলেছিলেন, বার্সেলোনা থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন। তখন বলেছিলেন, স্ত্রীর কথা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
স্ট্যান্সনির চুক্তি বাড়ানোয় বার্সেলোনায় এখন গোলকিপার চারজন!
টের স্টেগেন চোটে পড়ার পর দায়িত্ব সামলাচ্ছিলেন ইনিয়াকি পেনিয়া। কিন্তু স্ট্যান্সনি যোগ দেওয়ার পর পোল্যান্ডের এই গোলকিপার ক্রমে কোচের আস্থা অর্জন করে নেন। দ্রুতই মূল গোলকিপার হয়ে উঠে মৌসুমে ৩০টি ম্যাচ খেলেন তিনি। অবদান রাখেন বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।
এখন স্ট্যান্সনি ও পেনিয়া তো আছেনই, ফিট হয়ে উঠেছেন টের স্টেগেন। সম্প্রতি বার্সেলোনা আড়াই কোটি ইউরোতে এস্পানিওল থেকে দলে নিয়েছে আরেক গোলকিপার জোয়ান গার্সিয়াকে। ২৪ বছর বয়সী গোলকিপারকে মনে করা হয় স্পেনের সেরাদের একজন।
কোনো এক গোলকিপারকে তাই হয়তো ক্লাব ছাড়তেই হবে। ইএসপিএনের খবর, ক্লাবের একাডেমি থেকে উঠে আসা পেনিয়া নতুন ঠিকানা খোঁজা শুরু করেছেন এর মধ্যেই। বার্সেলোনা অবশ্য ভালো দাম পেলে টের স্টেগেনকে ছেড়ে দিতে চায় বলে গত কিছুদিনে সংবাদমাধ্যমে খবর এসেছে বারবার। তবে টের স্টেগেন যে কোনো মূল্যে বার্সেলোনায় থাকতে চান বলেও খবর প্রকাশিত হয়েছে।
স্ট্যান্সনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন ২০০৯ সালে আর্সেনালে। ২০১৭ সাল পর্যন্ত ছিলেন সেখানে। মাঝে ধারে খেলেছেন ব্রেন্টফোর্ড ও রোমায়। ২০১৭ সালে নাম লেখান তিনি ইউভেন্তুসে। গত অগাস্টের মাঝামাঝি পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন তিনি। অগাস্টের শেষ দিকে ঘোষণা দেন পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার।
কিন্তু অবসর ভালোভাবে শুরু হওয়ার আগেই চলে আসে বার্সেলোনার ডাক। সেখানে কোচ হান্সি ফ্লিকের আস্থা জয় করার পাশাপাশি মাঠের ভেতরে-বাইরের নানা কারণে সমর্থকদের মনও দারুণভাবে জয় করে নিয়েছেন পোলিশ এই গোলকিপার।