Published : 08 Jul 2025, 10:52 AM
ঢাকার যাত্রাবাড়ীতে গ্রিল কেটে এক বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগীদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে গৃহকর্তা ইসমাইলকে (৮০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের স্ত্রী ৭৫ বছর বয়সী সালেহা বেগম ‘আশঙ্কাজনক অবস্থায়’ চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী এসআই আওলাদ হোসেন।
তিনি বলেন, “যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ইত্যাদি গলির একটি চারতলা বাড়ি ‘খান ভিলার’ দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। আমরা ডাকাতির খবর পেয়ে ওই বাসায় যাই, সেখানে কাউকে না পেয়ে আহত অবস্থায় দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
“পরে হাসপাতালে স্বামীর মৃত্যু হয়, আর তার স্ত্রীর চিকিৎসা চলছে।”
এসআই আওলাদ বলেন, “আমরা যতটুকু শুনেছি, (সোমবার) রাতের কোনো একসময় ওই বাসায় গ্রিল কেটে কয়েকজন প্রবেশ করে ওই দম্পতিকে আহত করে জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে লুট হওয়া জিনিসপত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
খবর পেয়ে ওই দম্পতির মেয়ে, কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ স্থানীয়রা ঢাকা মেডিকেলে আসেন।
সালমার ধারণা, বাসায় গ্রিল ডাকাত ঢুকে তাদেরকে মারধর করে। একপর্যায়ে তার বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, আর তার মাকে গুরুতর আহত করে।
ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।