স্প্যানিশ ফুটবল ফুটবল
Published : 09 Jan 2025, 01:37 AM
চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে বার্সেলোনার হয়ে দানি ওলমো ও পাউ ভিক্তরের খেলা নিয়ে শঙ্কা আপাতত কেটে গেছে। লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে বার্সেলোনার মামলা বিশ্লেষণ প্রক্রিয়া চলমান থাকায় এই দুজনকে অস্থায়ী নিবন্ধন দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত।
স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) বুধবার জানিয়েছে, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত খেলার জন্য পাওয়া যাবে ওলমো ও ভিক্তরকে।
গত গ্রীষ্মের দলবদলে এই দুজনকে দলে টানে বার্সেলোনা। লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।
মৌসুমের বাকি সময়ে তাদের নিবন্ধনের জন্য ক্লাবটির আবেদন গত মাসে খারিজ করে দেয় বার্সেলোনার দুটি আদালত। তখন লিগ কর্তৃপক্ষ বলেছিল, প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে এই সিদ্ধান্ত দিয়েছে আদালত।
এরপর গত শনিবার বার্সেলোনার আবেদন প্রত্যাখ্যান করে লা লিগা ও আরএফইএফ জানায়, মৌসুমে নিজেদের ব্যয়ের সীমা বাড়ানোর জন্য শুক্রবার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে বার্সেলোনা, কিন্তু ওলমো ও ভিক্তরের জন্য তা অনেক দেরি হয়ে গেছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।
যে খেলোয়াড়দের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের একই মৌসুমে দ্বিতীয়বারের জন্য নিবন্ধন করা যাবে না বলেও জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সিএসডিতে আপিল করেছিল বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে যদিও খেলতে পারছেন না ওলমো ও ভিক্তর। বার্সেলোনা ফাইনালে উঠলে খেলতে পারবেন তারা।