সেরি আ
Published : 06 May 2024, 04:17 PM
ডাগআউটে, বেঞ্চে অস্থির সময় কাটাচ্ছিলেন। শেষের বাঁশি বাজতেই জ্যাকেট ছুঁড়ে ফেললেন মাটিতে। এসএ রোমার বিপক্ষে ড্র ম্যাচের পর এভাবেই হতাশা, ক্ষোভ প্রকাশ করলেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। বললেন, দলের বিবর্ণ পারফরম্যান্স ভীষণ পীড়া দিচ্ছে তাকে।
সেরি আ’য় রোববার রোমার বিপক্ষে ১-১ ড্র করে ইউভেন্তুস। চলমান লিগে সবশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে তারা। ম্যাচ শেষে ডিএজেডএনকে আল্লেগ্রি জানালেন তার মনোবেদনা।
“দুঃখ হচ্ছে। স্বাভাবিকভাবে এই পর্বে আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু ফুটবল এমনই নির্মম; কখনও কখনও এটা স্রেফ আমাদের চাওয়া অনুযায়ী হয়নি।”
“আমরা ম্যাচটা হারার ঝুঁকি নিয়েছিলাম, যেটা দ্বিতীয়ার্ধের শুরুতে জয়ের মতো অবস্থায় ছিলাম আমরা।”
৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস। অর্থাৎ রোমার বিপক্ষে ড্র করলেও পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের খেলার সম্ভাবনা বেঁচে আছে ভালোভাবে। লিগে তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ সালেরনিতানা।
লিগে দুঃসময় চললেও এরই মধ্যে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ইউভেন্তুস। আগামী ১৫ মে আতালান্তার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা। রোমা ম্যাচের হোঁচট ভুলে আল্লেগ্রি এখন দৃষ্টি দিতে চান সামনের দিকে।
“এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পরের ম্যাচে মনোনিবেশ করা, যেহেতু এ ম্যাচটি আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য গুরুত্বপূর্ণ। এরপর ইতালিয়ান কাপের ফাইনাল রয়েছে।”
“মৌসুম শেষে সবকিছু মূল্যায়ন করবে ক্লাব কর্তৃপক্ষ। ইউভেন্তুসের জন্য স্বাভাবিকভাবে কিছু ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু আমরা পগবা (পল), ফাগিওলি (নিকোলো) এবং অবশ্যই চিয়েসার (ফেদেরিকো) মতো খেলোয়াড় অভাব অনুভব করেছি; যারা অনিয়মিত ছিল।”
নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্য আলোচনায় আগ্রহী নন আল্লেগ্রি। বললেন, ইতালিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে লক্ষ্য পূরণের পর ফের আসবেন আলোচনা করতে।
“(আমার ভবিষ্যৎ) আমি জানি না। আপনাদের এটা ক্লাবকে জিজ্ঞেস করতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কোপা ইতালিয়ার ফাইনালে দৃষ্টি দেওয়া এবং আশা করি, চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে আমরা এখানে (সংবাদ সম্মেলনে) ফিরব।”