চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 Oct 2024, 11:01 PM
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মুখিয়ে থাকা ফেদেরিকো চিয়েসার শরীরে আঘাত হেনেছে চোট। বোলোনিয়ার বিপক্ষে ইতালিয়ান উইঙ্গারকে পাবে না লিভারপুল।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার অ্যানফিল্ডে বোলোনিয়ার মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটির আগের দিন দলের অনুশীলনে ছিলেন না দিয়োগো জটা। গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে লিগ ম্যাচে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান তিনি।
অনুশীলনে না থাকলেও পর্তুগিজ এই ফরোয়ার্ডকে বোলোনিয়া ম্যাচে খেলানো নিয়ে আশাবাদী আর্না স্লট। তবে চিয়েসাকে নিয়ে হতাশা ঝরেছে তার কণ্ঠে।
গত অগাস্টে ইউভেন্তুস থেকে লিভারপুলে যোগ দেন চিয়েসা। দলটির হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে গোল করতে পারেননি তিনি। গত সপ্তাহে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে একটি অ্যাসিস্ট করেন তিনি। সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচেও সুযোগ পাওয়ার। কিন্তু চোটের থাবায় শেষ হয়ে গেল তা।
বোলোনিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চিয়েসার দ্রুত সেরে ওঠার আশার কথা শোনান স্লট।
“এটা তার (চিয়েসা) জন্য খুবই হতাশার, সে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য মুখিয়ে ছিল। বিশেষ করে আমরা একটি ইতালিয়ান দলের মুখোমুখি হচ্ছি।”
“কতদিন বাইরে থাকবে সে (চিয়েসা)? এটা সবসময়ই বলা কঠিন, কারণ এটা (চোট) গতকাল ঘটেছে। তবে আমি খুব লম্বা সময়ের জন্য তার মাঠের বাইরে থাকার আশঙ্কা করছি না। দেখা যাক, শনিবার (ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ম্যাচ) সে দলে থাকতে পারে কিনা।”
এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে লিভারপুল।