Published : 02 Sep 2016, 02:40 PM
নিজেদের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে কলম্বিয়াকে জেতাতে গোল দুটি করেন দুই মিডফিল্ডার হামেস ও মাকনেল্লি তরেস।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য করে গেলেও গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় কলম্বিয়াকে। বক্সের মধ্যে বল পেয়ে খানিকটা এগিয়ে গিয়ে জোরালো শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হামেস।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান বাক্কা। বক্সের মধ্যে তাকে ভেনেজুয়েলার ডিফেন্ডার উইলকের আনহেল ফাউল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। কিন্তু বাক্কার নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন গোলরক্ষক।
তবে হামেসের পাস থেকে ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। যোগ করা সময়ে হামেসের নেওয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক।