Published : 04 Sep 2017, 02:04 PM
চতুর্থ রাউন্ডে স্পেনের কার্লা সুয়ারেস নাভাররোকে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারান ৩৭ বছর বয়সী নবম বাছাই ভেনাস।
১৯৯৭ সালে অভিষেকের পর এই নিয়ে ১২ বার প্রতিযোগিতাটির শেষ আটে উঠলেন সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস।
সেমি-ফাইনালে ওঠার পথে দুই বার ইউএস ওপেন জয়ী এই খেলোয়াড়ের প্রতিপক্ষ হতে পারেন পেত্রা কেভিতোভা অথবা গার্বিনে মুগুরুসা। জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে স্পেনের মুগুরুসার কাছে হেরেছিলেন ভেনাস।
ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের নিষেধাজ্ঞা থেকে ফেরা শারাপোভা প্রথম রাউন্ডে বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর সিমোনা হালেপকে হারিয়ে দেন। দ্বিতীয় রাউন্ডে হারান তিমেয়া বাবোসকে আর সোফিয়া কেনিনকে হারিয়ে উঠেন শেষ ষোলোয়।
ছিটকে গেলেও দীর্ঘদিন পর গ্র্যান্ড স্ল্যামে খেলতে নেমে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা।