Published : 05 Sep 2017, 08:53 PM
২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেওয়া সিমেওনে মঙ্গলবার নতুন চুক্তিতে সই করেন।
এক বছর আগে চুক্তির মেয়াদ কমিয়ে ২০২০ থেকে ২০১৮ করতে সম্মত হয়েছিল সিমেওনে ও ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তিতে আগের মেয়াদেই ফিরে গেলেন তিনি।
সিমেওনের অধীনে অনেক সাফল্য পেয়েছে আতলেতিকো। তার সময়ে লা লিগা, কোপা দেল রে ও ইউরোপা লিগসহ পাঁচটি বড় শিরোপা ঘরে তুলেছে তারা।
২০১৪ ও ২০১৬ সালে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কিন্তু দুবারই হারতে হয় নিজেদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে।
সিমেওনের অধীনে লিগে গত পাঁচ মৌসুমে প্রতিবারই পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান ছিল আতলেতিকোর।