Published : 26 Sep 2019, 09:02 PM
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার বেলা সোয়া ১১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার গত দুই আসরের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। গত দুই দেখায় ভুটানের বিপক্ষে জিতেছিল দল। ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে এবং ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল কিশোররা। টার্নার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী।
“আমি খুবই ইতিবাচক। গত দুই দিন আমরা ভুটান ম্যাচ নিয়ে কাজ করেছি। আশা করি, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব এবং ফাইনালে যেতে পারব।”
“ওভাবে নির্দিষ্ট কারো চোট নেই। আমি খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চাই। ভুটানের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চাই, নিখুঁত খেলতে চাই।”
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে।
ভারত ও বাংলাদেশের পয়েন্ট, গোল পার্থক্য সমান হওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা নির্ধারণে ড্র হয়। সেখানে ভারত গ্রুপ সেরা ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।