Published : 24 Oct 2019, 09:43 PM
রিওর মারাকানা স্টেডিয়ামে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার গাব্রিয়েল বারবোসার জোড়া গোলে গ্রেমিওকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় ফ্লামিঙ্গো। দুই লেগ মিলে ৬-১ ব্যবধানে জিতে ১৯৮১ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠল দলটি। সেবার টুর্নামেন্টে নিজেদের একমাত্র শিরোপাটিও জিতেছিল তারা।
“ফ্লামিঙ্গোর ইতিহাসের পাতায় আমরা আমাদের নাম লিখিয়েছি।”
আরেক সেমি-ফাইনালে গত মঙ্গলবার স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ১-০ গোলে হারের পরও দুই লেগ মিলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে চারবারের চ্যাম্পিয়ন রিভার প্লেট।
আগামী ২৩ নভেম্বর চিলির সান্তিয়াগোয় হবে ফাইনাল।