Published : 30 Jul 2020, 04:20 PM
সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স ভীষণ বাজে। শেষ সাত ম্যাচের তিনটিতে হেরেছে তারা, দুটি ড্র।
এর মাঝেই অবশ্য গত রোববার সাম্পদোরিয়াকে হারিয়ে সেরি আ শিরোপা নিশ্চিত করে ইউভেন্তুস। তবে, টানা নবমবারের মতো লিগ জয়ের তিন দিন পর প্রথম মাঠে নেমেই বুধবার রাতে কালিয়ারির বিপক্ষে হেরে বসে সাররির দল।
শিরোপা আগেই ঘরে ওঠায় ‘নিয়মরক্ষার’ ম্যাচের এই পরাজয়ে তেমন ভাবনার কিছু নেই। কিন্তু সাররিকে ভাবনার কারণ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দলের এমন ছন্দহীন পারফরম্যান্স।
ইউরোপিয়ান শীর্ষ লিগে শেষ ষোলোর ফিরতি লেগে লিওঁর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তার দলের সামনে। প্রথম লেগে তারা হেরেছিল ১-০ ব্যবধানে।
আগামী শনিবার লিগে শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ রোমা। এর ছয় দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। টানা ম্যাচ খেলতে থাকা দলকে তাই বিশ্রাম দিতে রোমার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ স্কোয়াড খেলানোর কথাও ভাবছেন কোচ।
কালিয়ারির মাঠে হারের পর স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস ‘ডিএজেডএন’-কে দেওয়া ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দু:শ্চিন্তার কথা জানান সাররি।
“সমস্যাটা হলো, ইউরোপে আমরাই একমাত্র দল যাদের ১২ দিনে পাঁচবার খেলতে হচ্ছে।”
“আমরা দেখব আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের অবস্থা কেমন দাঁড়ায়। ভেবে দেখতে হবে, সপ্তাহের শেষে অনূর্ধ্ব-২৩ দলকে মাঠে নামানো যায় কিনা, যেন সবাই কিছুটা বিশ্রাম পায়।”
চোটগ্রস্ত দলের বর্তমান চিত্রও তুলে ধরেন এই ইতালিয়ান কোচ।
“আমাদের ৯ জন খেলোয়াড় চোটে আক্রান্ত। তাই স্বাভাবিক ভাবেই লিওঁ ম্যাচকে সামনে রেখে আমি কিছুটা সংশয়ে আছি। দেখা যাক, এর মধ্যে কারা সুস্থ হয়ে উঠে।”