Published : 07 Aug 2020, 03:22 PM
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে শুক্রবার লিওঁর মুখোমুখি হবে ইউভেন্তুস। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জেতা লিওঁ এগিয়ে আছে কিছুটা।
করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ শুক্রবারই ফের মাঠে গড়াচ্ছে। আগের দিনের সংবাদ সম্মেলনে ইউভেন্তুসে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সাররি। লিওঁ ম্যাচের ফল তার ক্লাবটিতে থাকা না থাকার ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।
“আমি মনে করে, লিওঁ ম্যাচের ফল যাই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আপনাদের এই প্রশ্নে মনে হচ্ছে, সমর্থকদের মতো ইউভেন্তুস কর্তৃপক্ষও আবেগের স্রোতে ভাসতে পারে।”
“কিন্তু যদি তারা সিদ্ধান্ত নিয়েই ফেলে নতুন কোচ নেওয়ার বিষয়ে, তাহলে লিওঁ ম্যাচে জিতলেও কোনো পার্থক্য হবে না।”
সমালোচকদের পাত্তা দেন না সাররি। কোনো সমালোচনাই তোলেন না কানে। এমনকি তীর্যক কথা লেখা প্রতিবেদনও না পড়ার কথা জানালেন ইউভেন্তুস কোচ।
কোভিড-১৯ এর কারণে সেরি আ তিন মাস বন্ধ থাকার পর দর্শকশূন্য স্টেডিয়ামে পুনরায় শুরু হয়েছিল। প্রতিযোগিতাটির ইতিহাসে ২০১৯-২০ মৌসুমের লিগ সবচেয়ে কঠিন ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি। লিগ শিরোপা ঘরে তুললেও শেষ দিকে ইউভেন্তুসের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে; আট ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল তারা। এজন্য সমালোচনা হয় বেশ।
ইতালির শীর্ষ লিগের সফলতম দলটির সমর্থকদের প্রত্যাশাটাও বোঝেন সাররি। তবে আশা ও প্রাপ্তির মিল সবসময় হয় না বলেও সমর্থকদের মনে করিয়ে দিলেন তিনি।
“ইউভেন্তুস এমন একটি ক্লাব, যারা জিততে অভ্যস্ত। তারপরও লোকে এই দলটির ওপর একটুতেই অসন্তুষ্ট হতে পারে, আমার মতে যা ঠিক না।”
“জয় সবসময় একটা চমৎকার ও অসাধারণ বিষয় হওয়া উচিত।”