Published : 25 Aug 2020, 11:29 PM
সাইরসে শুনানি শেষে ম্যাগুইয়ারকে এই শাস্তি দেওয়া হয়। প্রথম অপরাধ বিবেচনায় নিয়ে আদালত ৩ বছরের জন্য এই শাস্তি স্থগিত রাখছে। তবে এই সময়ে তিনি ফের এমনকাণ্ড ঘটালে আদালত এই শাস্তি কার্যকর করতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যাগুইয়ারের আইনজীবীরা শাস্তির বিরুদ্ধে আপিল করবেন এবং ম্যাগুইয়ার দৃঢ়ভাবে নিজেকে নির্দোষ দাবি করে যাবেন।
কদিন আগে গ্রিসের দ্বীপ মাইকোনোসো বিবাদে জড়িয়ে আটক হন ম্যাগুইয়ার। পরে মুক্তি পেলেও ঝামেলা মিটেনি, অভিযোগের শুনানি চলছিল। এরই মধ্যে মঙ্গলবার নেশন্স লিগের ইংল্যান্ড দলে জায়গা পান ম্যাগুইয়ার। তবে কারাদণ্ডের রায়ের পর তাকে দল থেকে বাদ দেন কোচ গ্যারেথ সাউথগেট।