Published : 09 Jun 2021, 10:31 PM
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ৭৫তম মিনিটে মুজাহিদ ঢাকা ওয়ান্ডারার্সকে এগিয়ে নেওয়ার পর ৮১তম মিনিটে রফিকুল ম্যাচে সমতা ফেরান।
এই ড্রয়ে প্রিমিয়ার লিগের পরের মৌসুমে খেলার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ফরাশগঞ্জ। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ঢাকা ওয়ান্ডারার্স।
১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।