Published : 18 Aug 2021, 05:07 PM
প্রিমিয়ার লিগে গত শনিবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেন হিমেনেস। সেই দুঃসহ অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, চিকিৎসকদের মতে তার বেঁচে যাওয়াটা ছিল ‘অলৌকিক’।
গত নভেম্বরে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন কর্নারে হেড করতে এক সঙ্গে ঝাঁপ দেন হিমেনেস এবং বিপক্ষ দলের ডিফেন্ডার দাভিদ লুইস। তাতে দুজনই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে লুটিয়ে পড়েন। লুইসের মাথা ফেটে রক্ত ঝরলেও তার অবস্থা তুলনামূলক ভালো ছিল। হিমেনেস মাঠেই পরে ছিলেন। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হাসপাতালে।
এরপর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান ৩০ বছর বয়সী এই ফুটবলার। সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরলেও প্রতিরক্ষামূলক হেডগার্ড পরে তাকে অনুশীলন ও ম্যাচে অংশ নিতে হচ্ছে। মঙ্গলবার হিমেনেস জানালেন, গুরুতর সেই চোটে তার বেঁচে থাকা নিয়েই তৈরি হয়েছিল সংশয়।
“শুরু থেকেই সার্জন ও চিকিৎসকরা আমাকে জানান কী হয়েছে এবং (আমার) ঝুঁকি কতটা। কখনও কখনও মানুষ যা শুনতে চায় না, তাকে তাই শুনতে হয়; কিন্তু এটাই তাদের (চিকিৎসকদের) কাজ। তারা আমাকে বলেছিলেন, আমার এখানে (বেঁচে) থাকাটাই মিরাকল।”
“(মাথার) হাড় ভেঙে গিয়েছিল এবং মস্তিষ্কের ভিতরে কিছুটা রক্তক্ষরণ হয়েছিল। অস্ত্রোপচারটি তাই দ্রুত করতে হতো এবং চিকিৎসকরা খুব ভালো কাজ করেছেন।”
কঠিন চোটের পরও হিমেনেসের বিশ্বাস ছিল আবারও মাঠে ফেরার।
"আমি সবসময় ভাবতাম, যা করতে ভালবাসি সুস্থ হওয়ার পর সেখানেই ফিরব। (ওই চোটে) আমি ক্যারিয়ার শেষ করার কথা কখনো ভাবিনি।”
প্রিমিয়ার লিগে আগামী ২২ অগাস্ট নিজেদের পরবর্তী ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার।