Published : 21 Dec 2021, 05:52 PM
কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ডের এই প্রতিযোগিতায় সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে দ্বিতীয় হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। আগের রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর।
শীর্ষে থেকে তৃতীয় রাউন্ড শুরু করা মোহাম্মদ রাসেল ছন্দ হারিয়ে দুটি বার্ডির বিপরীতে সাতটি বোগি ও একটি ডাবল বোগি করেন। পারের চেয়ে তিন শট বেশি খেলে এক ঝটকায় নেমে অষ্টম হয়েছেন তিনি।
শুরু থেকে ধারাবাহিকতা ধরে সেরো হয়েছেন সাইয়ুম। প্রথম রাউন্ডে শীর্ষে থাকার পর দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি, একটি ঈগলস ও একটি বোগি করা সাইয়ুম সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে সেরা হয়েছেন।
তিন রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে আকবর হোসেন তৃতীয় ও জাকিরুজ্জামান জাকির চতুর্থ হয়েছেন।