Published : 06 Jan 2022, 07:25 PM
কুর্মিটোলা গলফ কোর্সে বৃহস্পতিবার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে সেরা হন জামাল। ছয় শট কম খেলে রানার্সআপ বাদল হোসেইন। তৃতীয় হওয়া সিদ্দিকুর সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে চার শট কম।
গত বছর খেলা শেষ প্রতিযোগিতা সামিট ওপেন গলফে রানার্সআপ হয়েছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। ওই আসরে সেরা হওয়া মোহাম্মদ সাইয়ুম প্যারাগন গলফে সব মিলিয়ে পারের সমান শট খেলে হয়েছেন পঞ্চম।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গলফ ফেডারেশনের অধীনে এ আসরে মোট ৮৪ জন পেশাদার গলফার ও ১৫ জন এ্যামেচার গলফার অংশ নেন।