ইংলিশ ফুটবল
Published : 19 Sep 2024, 03:22 PM
অধিনায়ক মার্টিন ওডেগোরের চোট নিয়ে আর্সেনাল শিবিরে দুর্ভাবনা যেন বেড়েই চলেছে। ‘গুরুতর’ অ্যাঙ্কেলের চোটে তাকে ‘বেশ কিছুদিন’ বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।
উয়েফা নেশন্স লিগে গত সপ্তাহে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারানো ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে আঘাত পান ওডেগোর। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেকায়দায় পড়ে তার গোড়ালি মচকে যায়।
এজন্য গত রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। আট দিনের ব্যস্ত সূচিতে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে খেলবে লন্ডনের ক্লাবটি। আর আগামী রোববার লিগে তারা মুখোমুখি হবে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির।
আসছে দুই ম্যাচেও তিনি যে খেলবেন না, তা আগেই নিশ্চিত করা হয়েছিল। নরওয়ে দলের চিকিৎসক ওলা সান্দ তখন জানিয়েছিলেন, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৫ বছর বয়সী ফুটবলারকে।
সেই সময়টা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আতালান্তা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্তেতার কথায় সেই ইঙ্গিত মিলেছে। অন্তত কয়েক মাসের জন্য ওডেগোর যেন ছিটকে না পড়েন, সেই আশায় আছেন কোচ।
“স্ক্যানে দেখা যাচ্ছে, চোট পাওয়া স্থানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গোড়ালির একটি লিগামেন্ট। চোটটা বেশ গুরুতর। ফলে আমরা বেশ কিছুদিনের জন্য তাকে পাব না।”
“সে আমাদের অধিনায়ক। সে আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা খেলোয়াড়দের একজন। সে যেভাবে খেলে এবং মাঠে তার যে বিচরণ সেটা আমাদের ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের জন্য এখন অনেক বড় পরীক্ষা যে, তাকে ছাড়া দল কীভাবে ভিন্নভাবে নিজেদের ফুটিয়ে তোলে।”
প্রিমিয়ার লিগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সবগুলো জিতে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার সিটি।