Published : 07 Nov 2024, 07:14 PM
দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারিয়েছেন এরনান ক্রেসপো। কোচের পদ থেকে এক সময়ের এই তারকা ফরোয়ার্ডকে বরখাস্ত করেছে আল আইন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত সোমবার ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাস্রের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় শিরোপাধারী আল আইন। এতেই দলটির ডাগআউটে বিদায় ঘন্টা বেজে যায় ক্রেসপোর। ৪৯ বছর বয়সী আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তি বাতিল করার কথা বৃহস্পতিবার জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি।
গত বছরের নভেম্বরে আল আইনের দায়িত্ব নেন ক্রেসপো। দায়িত্বের প্রথম মৌসুমেই দলটিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান তিনি।
তবে চলতি মৌসুমটা তাদের একদমই ভালো কাটছে না। চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্র নিয়ে ১ পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘পশ্চিম’ গ্রুপের ১২ দলের মধ্যে তারা আছে তলানিতে। ইউএই প্রো লিগে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আট নম্বরে।
ক্রেসপো কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। স্বদেশের ক্লাব দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে ২০২০ সালে দলটিকে কোপা সুদামেরিকানা শিরোপা জিতিয়ে কোচ হিসেবে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ব্রাজিলের সাও পাওলো, কাতারের আল দুহাইল হয়ে তিনি যোগ দেন আল আইনে।