ইউরোপিয়ান ফুটবল
Published : 16 Oct 2024, 08:38 PM
ফুটবলারদের ওপর চাপ কমাতে নতুন কোনো টুর্নামেন্ট শুরু না করার আহ্বান জানিয়েছেন জেরার্দ পিকে। বরং ম্যাচের সংখ্যা আরও কমাতে বলছেন স্পেন ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
চলতি মৌসুম শুরুর আগে থেকেই ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত সূচি নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে চলতি সপ্তাহে ফিফার আন্তর্জাতিক সূচির ব্যাপারে যৌথ উদ্যোগে মামলা করেছে ইউরোপের ফিফপ্রো ও ইউরোপিয়ান লিগস।
এসবের পেছনে মূলত আগামী বছর শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন কাঠামো। যেখানে ৩২ দলের অংশগ্রহণে এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। এছাড়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপেও ৩২ থেকে বাড়িয়ে সুযোগ দেওয়া হবে ৪৮ দেশকে।
এর আগে ২০১৮ থেকে নেশন্স লিগ শুরু করে ফুটবলারদের ওপর চাপ আরও বাড়িয়েছে উয়েফা। সব মিলিয়ে ব্যস্ত সূচিতে পিষ্টপ্রায় অবস্থায় ধর্মঘটের কথাও ভাবছেন ফুটবলাররা।
এই অবস্থার বিরোধিতা করে এবার বর্তমান ফুটবলারদের পাশে দাঁড়ালেন ২০২২ সালে অবসর নেওয়া পিকে।
“এখন খেলা অনেক বেশি। আমরা দেখছি যে ফুটবলাররা বলছে, ‘শুনুন, আমরা চোটে পড়ছি। প্রতি তিন দিনে একটি করে ম্যাচ, গ্রীষ্মে আমাদের বিশ্রামের সময়ও নেই’।”
দায়িত্ব পেলে সূচির ব্যস্ততা কমাতে কী কী পদক্ষেপ নিতেন জানতে চাওয়া হলে, লিগ কমিটি, ফিফা ও উয়েফার কাছে সুনির্দিষ্ট করে নিজের চাওয়ার কথা বলেন পিকে।
“আমি বলব, খেলা কমিয়ে দিন। (আমি দায়িত্বে থাকলে) লিগগুলোর কাছে গিয়ে বলতাম, ‘২০ দলের বদলে ১৬ দলের লিগ কেন হতে পারে না?”
“একইসময়ে উয়েফাতে বলতাম, ‘আপনারা কেন এই নেশন্স লিগ চালু করেছেন? যা নতুন টুর্নামেন্ট এবং খোঁজখবর রাখাও কঠিন।’ আর ফিফায় বলতাম, ‘এখন যে ফিফা ক্লাব বিশ্বকাপ করেছেন, এটি করবেন না।”