ফেডারেশন কাপ
Published : 23 Apr 2025, 07:58 PM
স্থগিত হয়ে যাওয়া ফেডারেশন কাপের বাকি অংশ আয়োজনের জন্য দ্রুতই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামেই বাকি অংশটুকু আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের লিগ কমিটি।
কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার বিঘ্নিত হয় আবাহনী-বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথম ধাপের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে দুই ক্লাবের অধিনায়ক ও কর্মকর্তা ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে খেলা স্থগিত করে দেন ম্যাচ রেফারি সাইমুন হাসান।
ফলে ফাইনালের ভাগ্য চলে যায় লিগ কমিটির টেবিলে। বুধবার আলোচনা শেষে কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, আগামী মঙ্গলবার ফাইনালের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথা।
ম্যাচে স্থগিতের সময় স্কোরলাইন ছিল ১-১ সমতায়। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায়, আগামী মঙ্গলবার ম্যাচের বাকি অংশে কোনো বসুন্ধরা কিংসকে ১০ জন নিয়ে খেলতে হবে।
“আপনারাও জানেন, বাইলজ অনুযায়ী অতিরিক্ত সময়ে ১৫ মিনিট ১৫ মিনিট খেলার পর টাইব্রেকারে যেতে হয়। কিন্তু ১৫ মিনিট খেলার পর…যেহেতু মাঠের সিদ্ধান্ত রেফারি দিয়ে থাকেন, আপনারা সবাই এটা জানেন, পর্যাপ্ত আলোর অভাবে খেলা চালানো যাবে না বলে রেফারি অপারগতা প্রকাশ করায় তখন তারা (খেলোয়াড়সহ সবাই) মাঠ ছেড়েছে। বাইলজ অনুযায়ী ওই ১৫ মিনিট খেলা হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মঙ্গলবার, ২৯ এপ্রিল ৩ টা ৩০ মিনিটে ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।”
“বাইলজ অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যদি বাকি ১৫ মিনিটে খেলা নিষ্পত্তি না হয়, তাহলে টাইব্রেকার হবে। দল একই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। যেখান থেকে, যেভাবে স্থগিত হয়েছে, সেখান থেকে, সেভাবেই হবে। কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।”
দ্বিতীয় দফা ফাইনাল খেলতে যাওয়ায় ক্লাবগুলোর ব্যয় বাড়বে। এগুলো নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানালেন জাকির। এদিনের আলোচনায় দুই ক্লাবের প্রতিনিধি ছিল না বলেও জানান তিনি।
“আমি মনে করি, এখানে কোনো ক্লাবের প্রতিনিধির ডাকার সুযোগ নেই। বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের ব্যয় নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে এটা নিয়ে যদি ক্লাব ফেডারেশন বা লিগ কমিটির কাছে আবেদন করে, তখন বিষয়টি বিবেচনা করা হবে।”