Published : 26 May 2025, 03:30 AM
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করার সরল সমীকরণটা নিজেদের হাতেই ছিল ইউভেন্তুসের। দুর্বল ভেনেৎসিয়ার বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়লেও, সেটা হাতছাড়া করেনি তারা। ঘুরে দাঁড়িয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়ে লক্ষ্য পূরণ করেছে সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা।
এবারের সেরি আ থেকে আগেই তিনটি দলের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত হয়ে গেছে। বাকি ছিল কেবল একটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সেই জায়গাটা নিজেদের করতে রোববার শেষ রাউন্ডে ৩-২ গোলে জিতেছে ইউভেন্তুস।
আগেই অবনমন হয়ে যাওয়া ভেনেৎসিয়া ম্যাচ শুরু হতেই দানিয়েলের গোলে এগিয়ে যায়। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই ছয় মিনিটের ব্যবধানের দুই গোলে ঘুরে দাঁড়ায় ইউভেন্তুস, গোল দুটি করেন কেনান ইলদিস ও রন্দাল কোলো মুয়ানি।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে হাপসের গোলে বেনেৎসিয়া সমতা টানলে লড়াইয়ে ফের উত্তেজনা বাড়ে। তবে ৭৩তম মিনিটে মানুয়েল লোকাতেল্লির সফল স্পট কিকে ইউভেন্তুস আবার এগিয়ে যায় এবং বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে তারা।
৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করল ইউভেন্তুস।
চ্যাম্পিয়ন নাপোলির পয়েন্ট ৮২। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ ইন্টার মিলান। তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হওয়া আতালান্তার পয়েন্ট ৭৪।
ইউভেন্তুসের জয়ের ফলে, একই সময়ে শুরু আরেক ম্যাচে তোরিনোর মাঠে রোমা জিতেও হতাশা নিয়ে ফিরেছে। ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম হওয়া দলটি খেলবে ইউরোপা লিগে।
৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফিওরেন্তিনা। তারা খেলবে আগামী মৌসুমের কনফান্সে লিগে।
সেরি আ থেকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দলগুলো হলো- এম্পোলি, ভেনেৎসিয়া ও মোনসা।