Published : 23 Oct 2022, 12:35 AM
দ্বিতীয়ার্ধের উত্তাপহীন ফুটবলে হাইভোল্টেজ ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখন নতুন মোড়, এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগাল চেলসি। তবে শেষের নাটকীয়তার তখনও বাকি। যোগ করা সময়ে হারের মুখ থেকে দলকে ফেরালেন কাসেমিরো। মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জর্জিনিয়োর পেনাল্টি গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন কাসেমিরো।
প্রথমার্ধে প্রতিপক্ষের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলাতেই হিমশিম খায় চেলসি। একচেটিয়া আধিপত্য করেও অবশ্য কাজের কাজ কিছু করতে পারেনি শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে বাদ দিয়ে খেলতে নামা ইউনাইটেড। বিরতির পর তাদের খেলায় ধার কমে যায়। সেই সুযোগে চেলসিও তেমন কিছু করতে পারছিল না।
এরই মাঝে ঘটে যায় অঘটন। ৫৬তম মিনিটে অবামেয়াংকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে উল্টো পায়ে ব্যথা পান রাফায়েল ভারানে। অনেকটা সময় মাঠেই পড়ে থাকেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে অশ্রুসিক্ত চোখে মাঠে ছাড়েন ফ্রান্সের নির্ভরযোগ্য এই ডিফেন্ডার।
বল দখলের পাশাপাশি আক্রমণেও শুরু থেকে প্রভাব বিস্তার করা ইউনাইটেড ২৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। সামনে গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি মার্কাস র্যাশফোর্ড। কিছুটা এগিয়ে এসে তার শট রুখে দেন কেপা আরিসাবালাগা।
ছয় মিনিট পর আবারও ভীতি ছড়ান র্যাশফোর্ড। কাসেমিরোর পাস ধরে ইংলিশ ফরোয়ার্ডের নেওয়া শট আবারও প্রতিহত করেন কেপা। পাঁচ মিনিট পর চেলসির পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় ইউনাইটেড।
প্রথম ৪৫ মিনিটে গোলের উদ্দেশ্যে আটটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা ইউনাইটেড বিরতির একটু আগে সুবর্ণ সুযোগ হারায়। ব্রুনো ফের্নান্দেসের থ্রু বল ধরে ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের মুখ থেকে আন্তোনির জোরাল শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
বিরতির পর চেলসি চাপ বাড়ানোর চেষ্টা করে। চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে উল্লেখযোগ কোনো সুযোগ পাচ্ছিল না কেউ।
৭৩তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পায় চেলসি। ভাগ্যের ফেরে শালাবাহর লাফিয়ে নেওয়া হেডে বল ক্রসবারে বাধা পায়। তিন মিনিট পর ফের্নান্দেসের আরেকটি শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন কেপা।
৮৪তম মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড আরমান্দোকে ইউনাইটেড ডিফেন্ডার স্কট ম্যাকটমিনে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান জর্জিনিয়ো।
মৌসুমের শুরু থেকে ভীষণ অধারাবাহিক ইউনাইটেড শিবিরে তখন আরেকটি হারের শঙ্কা। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শঙ্কা দূর করেন কাসেমিরো। লুক শ’য়ের বাড়ানো বলে লাফিয়ে হেড করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কেপা লাফিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি, পোস্টে লেগে গোললাইন পেরিয়ে যায়।
এই ড্রয়ের ফলে দল দুটির মাঝে ব্যবধান থাকল আগের মতোই, ১ পয়েন্টের। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। পাঁচ নম্বরে ইউনাইটেডের পয়েন্ট ২০।
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৬।
তিন নম্বরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৩।
দিনের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হারা লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।