সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
Published : 07 May 2025, 07:18 PM
ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যাওয়া যুদ্ধের দামামা অবশ্য ছুঁতে পারছে না বাংলাদেশ দলকে। ভারতের অরুনাচলে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দিকে এ মুহূর্তে পুরো মনোযাগ কোচ গোলাম রব্বানী ছোটনের।
অরুনাচলে পৌঁছে বুধবার প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দল। গত বছর অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে সেরা হয়েছিল বাংলাদেশ। এবার আসরটি হচ্ছে অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে।
বয়সভিত্তিক ক্যাটাগরিতে ভিন্নতা এলেও বাংলাদেশের লক্ষ্য অভিন্ন। বাংলাদেশ কোচও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো বার্তায় বলেছেন, ভালো কিছু নিয়ে দেশের ফেরার আশাবাদ।
“লম্বা ভ্রমণ শেষে গতকাল আমরা এখানে পৌঁছেছি। গতকাল পুরো বিশ্রাম নিয়েছি; আজকে প্রথম ট্রেনিং সেশন করলাম। ছেলেরা ভালো করেছে। ছেলেরা খুব চনমনে ছিল। যদি ছেলেরা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে, তাহলে আশা করি এখান থেকে আমরা ভালো কিছু নিয়ে ফিরতে পারব।”
সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান বলেন, মালদ্বীপ ম্যাচের ছক বুঝে নিয়েছেন তারা। অভীষ্ঠ লক্ষ্যে তারা পৌঁছতে চান ধাপে ধাপে।
“ভালো একটা প্র্যাকটিস সেশন করলাম। সুন্দর আবহাওয়া। সবাই অনুশীলনে খুব ভালো করেছে। কোচের কিছু ট্যাকটিস ছিল, সেগুলো তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। শুক্রবার মালদ্বীপের সাথে আমাদের প্রথম ম্যাচ, আমরা ইনশাল্লাহ জিতে শুরু করব। এরপর ডে বাই ডে জিতে ফাইনালে উঠব আশা করি।”
তিন দল নিয়ে হওয়া ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ ভুটান। তাদের বিপক্ষে রোববার খেলবে দল।