বিশ্বকাপ বাছাই
Published : 23 Mar 2025, 06:01 PM
আলবেনিয়া ম্যাচে পাওয়া চোটে ইংল্যান্ডের পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন অ্যান্থনি গর্ডন। জাতীয় দল ছেড়ে এরই মধ্যে নিজের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে ফিরে গেছেন এই লেফট উইঙ্গার।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে সোমবার লাটভিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। আগের দিন দলটির পক্ষ থেকে ২৪ বছর বয়সী গর্ডনের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।
গত শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের ৭৪তম মিনিটে বদলি নেমে নিতম্বে চোট পান গর্ডন। তার পরবর্তী অবস্থা নিউক্যাসলে মূল্যায়ন করা হবে।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে একটি গোল করতে পেরেছেন গর্ডন।