ইউরোপিয়ান ফুটবল
Published : 14 Feb 2025, 04:11 PM
স্বদেশের ক্লাব শ্যামরোক রোভার্সের হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন মাইকেল নুনান। ১৬ বছর বয়সে ইউরোপীয় ফুটবলে গোল করে জন্ম দিলেন নতুন রেকর্ডের।
এবারের কনফারেন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে বৃহস্পতিবার প্রথম লেগে মলডার মাঠে একমাত্র গোলে ব্যবধান গড়ে দেন নুনান। সেই সঙ্গে তিনি হয়ে যান ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বকনিষ্ট এবং কনফারেন্স লিগের সবচেয়ে কম বয়সী গোলদাতা।
উয়েফার সিনিয়র ক্লাব ফুটবলে সর্বকনিষ্ট গোলদাতার রেকর্ডটি আগের মতোই থাকল ঘানার নি ল্যাম্পটির কাছে; ১৯৯১ সালে তিনি উয়েফা কাপে রোমার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে অ্যান্ডারলেখটের হয়ে জালের দেখা পেয়েছিলেন ১৬ বছর ১০০ দিন বয়সে।
১৬ বছর ১৯৭ দিন বয়সে এবার গোল করে তালিকার দুইয়ে উঠলেন নুনান। তৃতীয় স্থানে নেমে গেলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু; ২০০৯ সালের ডিসেম্বরে ইউরোপা লিগে অ্যান্ডারলেখটের হয়ে আয়াক্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি ১৬ বছর ২১৮ দিন বয়সে।
অসাধারণ এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত নুনান ইনস্টাগ্রমে লিখেছেন, “এটা উপভোগ করেছি।”
প্রথম লেগে জয়ের পর, প্রথম দল হিসেবে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্বে খেলার স্বপ্নে বিভোর ডাবলিনের ক্লাব রোভার্স। নতুন আরেক ইতিহাস গড়ার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরতি লেগ খেলবেন নুনান ও তার সতীর্থরা।