Published : 30 Jan 2025, 09:37 PM
নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন হাকিম জিয়াশ। তুরস্কের ক্লাব গালাতাসারাই থেকে ফ্রি ট্রান্সফারে কাতারের আল-দুহাইলে যোগ দিয়েছেন মরক্কোর এই উইঙ্গার।
কাতার স্টার লিগের ক্লাব আল-দুহাইল বৃহস্পতিবার ৩১ বছর বয়সী জিয়াশকে দলে নেওয়ার কথা জানায়।
২০২৩ সালের অগাস্টে চেলসি থেকে ধারে গালাতাসারাইয়ে যান জিয়াশ। পরে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় তুরস্কের ক্লাবটি।
চেলসির জার্সিতে ১০৭ ম্যাচ খেলে ১৪ গোল করেছিলেন জিয়াশ। ইংলিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।
গালাতাসারাইয়ের হয়ে ৩৪ ম্যাচে ৮ গোল করা জিয়াশের সামনে এবার কাতারে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।
মরক্কোর হয়ে এখন পর্যন্ত ২৫ গোল করেছেন জিয়াশ। ২০২২ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই আসরে দলের সবকটি ম্যাচ খেলে করেছিলেন একটি করে গোল ও অ্যাসিস্ট।