Published : 29 Jun 2025, 12:47 PM
বছর দুয়েক আগে ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন, সৌদি প্রো লিগ বিশ্বের শীর্ষ ৫ লিগের মধ্যে জায়গা করে নেবে। এখন তিনি বলছেন, সেই সময়টা চলে এসেছে। এই লিগ এখন বিশ্বের শীর্ষ ৫ লিগের একটি। পর্তুগিজ মহাতারকার মতে, যারা কখনও সৌদি লিগে খেলেননি এবং যারা ফুটবলের কিছু বোঝেন না, তারাই কেবল এখানে দ্বিমত করতে পারেন।
সৌদি ক্লাব আল নাস্রে দুই বছরের চুক্তির শেষ দিকে এসে সম্প্রতি আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন রোনালদো। ৪০ বছর বয়সী তারকা ৪২ পেরিয়েও থাকবেন এই ক্লাবেই।
চুক্তি নবায়নের পর ক্লাবের সামাজিক মাধ্যমে ভিডিওতে রোনালদো কথা বলেছেন সৌদি ফুটবল ও তার ক্যারিয়ারের নানা কিছু নিয়ে। আগেও সৌদি লিগ নিয়ে নানা প্রশংসা তিনি করেছেন। ফরাসি লিগের চেয়ে এগিয়ে রেখেছেন এই লিগকে।
এবার সৌদি লিগকে তিনি জায়গা দিলেন বিশ্বের শীর্ষ লিগগুলোর কাতারে।
“অবশ্যই আমরা (সৌদি প্রো লিগ) এখনও উন্নতির পথে আছি। তবে আমার বিশ্বাস, এই মুহূর্তে আমরা শীর্ষ ৫ লিগের মধ্যে আছি। আমি এখনও বিশ্বাস করি, আমরা আরও উন্নতি করব। সেই সময় আমাদের আছে এবং গত দুই বছরে আমরা দেখিয়েছি, এই লিগ সবসময় ওপরে দিকে যাচ্ছে।”
“আমি খুবই খুশি, কারণ জানি যে, এই লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যারা কখনও সৌদি আরবে খেলেনি, যারা ফুটবলের কিছুই বোঝে না, কেবল তারাই বলে যে এই লিগ শীর্ষ ৫ লিগের মধ্যে নেই। নিজের এই কথা আমি শতভাগ বিশ্বাস করি এবং এই লিগে যারা খেলে, তারা জানে আমি কী নিয়ে কথা বলছি।”
শুধু সৌদি প্রো লিগই নয়, সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ নিয়েও রোনালদোর আশা অনেক বড়।
“আমি এজন্যই রয়ে গেছি, কারণ এই প্রকল্পে আমার বিশ্বাস আছে… শুধু সামনের দুই বছরই নয়, ২০৩৪ বিশ্বকাপ পর্যন্তও, যেটি হবে সৌদি আরবে। আমার বিশ্বাস, এটা হবে সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।”
২০২৩ সাল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাস্রে নাম লেখানোর পর সৌদি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো। তবে এখনও কোনো ট্রফি জিততে পারেননি। তবে তার বিশ্বাস, ট্রফিও ধরা দেবে সামনের সময়টায়।
“আমার লক্ষ্য সবসময়ই আল না্সরের হয়ে গুরুত্বপূর্ণ কিছু জয় করা। অবশ্যই এখনও সেটায় বিশ্বাস রাখি। দুই বছরের জন্য চুক্তি নবায়ন এজন্যই করেছি যে, বিশ্বাস করি সৌদি আরবে চ্যাম্পিয়ন হব আমি।”
আল নাস্রে চুক্তি নবায়নের আগে বিভিন্ন ক্লাবে রোনালদোর যাওয়ার সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ক্লাব বিশ্বকাপে দেখা যেতে পারে রোনালদোকে।
প্রস্তাব পাওয়ার কথা জানালেন তিনি নিজেও। তবে সাড়া দেওয়ার সম্ভাবনা ছিল না বলেই জানালেন পর্তুগালের হয়ে সম্প্রতি নেশন্স লিগজয়ী এই তারকা।
“ক্লাব বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব আমি পেয়েছিলাম। কিন্তু আমার কাছে এটা গুরুত্ব পায়নি, কারণ আমার কছে মনে হয়েছে, বিশ্রাম নেওয়া, ভালো প্রস্তুতি নেওয়া জরুরি। কারণ সামনের মৌসুম খুব লম্বা হবে, যেহেতু মৌসুম শেষে বিশ্বকাপ আছে।”
“শুধু আল নাস্রের জন্যই নয়, আমি প্রস্তুত হতে চাই জাতীয় দলের জন্যও। এজন্যই ঠিক করেছিলাম, নেশন্স লিগের শেষ ম্যাচটি খেলে আর কোনো দিকে কান দেব না।”