Published : 25 Jun 2024, 05:31 PM
প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে নেদারল্যান্ডস। তবে চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের ছন্দহীনতা।
দলের কোচ রোনাল্ড কুমার অবশ্য এটি নিয়ে দুর্ভাবনার কিছু দেখেন না। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার ওপর পূর্ণ আস্থার কথা বলেছেন বার্সেলোনার সাবেক কোচ।
পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করে নেদারল্যান্ডস। এরপর ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে ডাচরা। দুই ম্যাচের একটিতেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি মেমফিস।
তাই বলে তাকে একাদশের বাইরে রাখার কথা চিন্তাও করেননি কুমান। দেশের হয়ে ৯৪ ম্যাচে ৪৫ গোল করা মেমফিস অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবে বলে সাফ জানিয়ে দিলেন ডাচ কোচ।
“আমার জন্য এটি কোনো আলোচনার বিষয়ই নয়। সে (মেমফিস) খেলবে। কোনো কারণ ছাড়াই সে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ গোলদাতা নয়।”
তবে মেমফিসের ছন্দ যথাযথ পর্যায়ে না থাকার বিষয়টি কুমানও স্বীকার করে নিয়েছেন। তার আশা, সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হবে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
“তার চোটের ইতিহাস আছে। তাই অবশ্যই তাকে এই টুর্নামেন্টে সেরা ছন্দে দেখার আশা করিনি আমি। তবে একটা বিষয় পরিষ্কার, কিছু জিনিসে উন্নতি প্রয়োজন।”
“আমার মতে, কোচ হিসেবে আপনি সবসময় দলের খেলোয়াড়দের উন্নতি করতে সহায়তা করেন। এমন পরিস্থিতি তাদের দিন, যাতে তারা বেড়ে উঠতে পারে এবং আত্মবিশ্বাসী হতে পারে।”
বার্লিনে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।