ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 05 Jul 2024, 01:41 PM
স্পেনের টিনএজার লামিন ইয়ালের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছেন না ইউলিয়ান নাগেলসমান। নিজ দলের তরুণ জামাল মুসিয়ালাকে নিয়েই বেশি ভাবছেন জার্মানি কোচ।
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে দুই দলের হয়ে মাঠ মাতানো ইয়ামাল ও মুসিয়ালার দিকে থাকবে অনেকের নজর।
১৬ বছর বয়সী ইয়ামাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার। গতি আর সৃষ্টিশীলতা নিয়ে স্পেনের টানা চার জয়ে রেখেছেন বড় অবদান। বার্সেলোনার হয়ে দারুণ একটি মৌসুম কাটানো উইঙ্গার চলমান টুর্নামেন্টে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
কোয়ার্টার-ফাইনালে ইয়ামালকে অকার্যকর করে রাখার পথ খুঁজতে হবে জার্মানদের। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নাগেলসমানস বললেন, তার মনোযোগ বেশি নিজেদের সৃজনশীল উইঙ্গার মুসিয়ালার দিকে। যিনি তিন গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
“আমার মনোযোগ ইয়ামালের দিকে কম, জামালের দিকে বেশি। আক্রমণের দিক থেকে আমরা অনেক কিছু করতে পারি।”
“ইয়ামাল অনেক বড় প্রতিভা। এই বছর সে ধারাবাহিক, তার ক্লাব বার্সেলোনার হয়েও। এতো ধারাবাহিক আর খুব বেশি কেউ নেই। সে কেবলই ১৬ (বছরের), এর অর্থ আমাদের খেলোয়াড়দের তাকে থামিয়ে রাখার সুযোগ আছে। আমরা দেখব, যখন সব কঠিন হয়ে যাবে তখন তার প্রতিক্রিয়া কী হয়।”