Published : 21 Mar 2025, 10:44 PM
দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণের পরপরই দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়লেন ক্রিস উড। এরপর সরাসরি তিনি চলে গেলেন গ্যালারিতে। সেখানে কিছু সয়য় কাটালেন ভক্তদের সঙ্গে। দিলেন অটোগ্রাফ, তুললেন ছবি। কিন্তু সেখান থেকে ফিরতেই নিউ জিল্যান্ডের এই ফরোয়ার্ডকে কার্ড দেখালেন রেফারি।
বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ফিজির বিপক্ষে নিউ জিল্যান্ডের ৭-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি।
ওয়েলিংটনে ষষ্ঠ মিনিটে উডের গোলেই এগিয়ে যায় নিউ জিল্যান্ড। ৫৬ ও ৬০তম মিনিটে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নটিংহ্যাম ফরেস্টের এই ফরোয়ার্ড।
এরপরই তাকে তুলে নেন নিউ জিল্যান্ড কোচ। ভক্তদের সঙ্গে মিলিত হতে গ্যালারিতে চলে যান তিনি। ফেরার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কারণ, খেলা যে তখনও চলছিল।
নিউ জিল্যান্ডের জার্সিতে ৩৩ বছর বয়সী উডের টানা দ্বিতীয় হ্যাটট্রিক এটি। ক্লাব নটিংহ্যামের হয়েও দারুণ ছন্দে আছেন তিনি। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে তার গোল ১৮টি। আসরে তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের।