সেরি আ
Published : 29 Dec 2024, 04:59 PM
সেরি আয় দুর্দান্ত পারফরম্যান্সে উড়তে থাকা আতালান্তা হোঁচট খেয়েছে লাৎসিওর বিপক্ষে। তবে হারতে বসা ম্যাচে শেষদিকের গোলে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিয়েছে দলটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আতালান্তা। এই ড্রয়ে টানা অপরাজেয় পথচলা ধরে রাখার পাশাপাশি আপাতত লিগ টেবিলের শীর্ষেও আছে তারা।
ম্যাচের ২৭তম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার ডেলে-বাশিরুর গোলে এগিয়ে যায় লাৎসিও। ওই গোলে পিছিয়ে থেকে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল আতালান্তা। তবে, নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ব্রেশানিনির গোলে স্বস্তি ফেরে সফরকারীদের শিবিরে।
লিগে টানা ১১ জয়ের পর এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আতালান্তা।
দিনের আরেক ম্যাচে কাইয়ারিকে ৩-০ গোলে হারানো ইন্টার মিলান ৪০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ইন্টার অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
ইন্টারের সমান ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে লাৎসিও।