Published : 24 Jun 2025, 01:36 PM
শেষ সময়ের গোলে ম্যাচ জিতলেও শেষ রক্ষা হলো না। স্রেফ জয়ই যে যথেষ্ট ছিল না আতলেতিকো মাদ্রিদের জন্য! জিততে হতো বড় ব্যবধানে। তা আর হয়নি। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই তাই ছিটকে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। তারপরও অবশ্য দলের পারফরম্যান্সে গর্বিত কোচ দিয়েগো সিমেওনে। তিনি বিদায়ের জন্য দায় দিলেন রেফারিদের।
ক্লাব বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে সোমবার ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগোকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ।
ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপট দেখালেও আসল কাজটি করতে পারছিল না আতলেতিকো। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে জালের দেখা পান অভিজ্ঞ তারকা অঁতোয়ান গ্রিজমান।
ওই গোলে তিন পয়েন্ট মিললেও আতলেতিকো গ্রুপে পয়েন্ট তালিকায় রয়ে যায় তিনেই। নিশ্চিত হয়ে যায় গ্রুপ থেকে বিদায়।
আগের ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছিল আতলেতিকো। কিন্তু প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েই মূলত সর্বনাশ হয়ে গেছে তাদের। এছাড়া পিএসজির বিপক্ষে বতাফোগোর চমকপ্রদ জয়ও সিমেওনের দলের জন্য কাল হয়েছে। তিন ম্যাচে দুটি করে জিতে গ্রুপে তিন দলের পয়েন্ট সমান ছয়। গোল ব্যবধানে গ্রুপের সেরা পিএসজি, দ্বিতীয় বতাফোগো।
ম্যাচের পর সিমেওনে বললেন, দলের পারফরম্যান্স নিয়ে তার প্রশ্ন নেই। আঙুল তুললেন তিনি দুই ম্যাচের রেফারির দিকে।
“ছেলেদের খেলায় আমি গর্বিত। ওরা সবকিছু উজাড় করে খেলেছে। তিন ম্যাচের দুটি জিতেছি আমরা, তারপরও দুঃখজনকভাবে বাদ পড়ে গেলাম।”
“ছয় পয়েন্ট পাওয়া তো খারাপ নয়। তবে পিএসজির বিপক্ষে ম্যাচটিই আমাদের পিছিয়ে দিয়েছে। ওই ম্যাচে প্রতিটি রেফারিং সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আজকের ম্যাচেও আমাদের একটি পেনাল্টির সিদ্ধান্ত বদলে গেছে ভিএআর রিভিউয়ে। এই একইরকম অবস্থা। তবে হ্যাঁ, আমরা জানি যে আমাদের উন্নতি করতে হবে এবং এটি আমাদের সহায়তা করবে সামনে এগিয়ে যেতে।”
সামনে এগিয়ে চলার পথে অবশ্য প্রবল চাপে থাকবেন সিমেওনে। ইউরোপের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ তিনি। সামনের মৌসুম হবে আতলেতিকোর দায়িত্বে তার ১৪তম মৌসুম। তবে দলের পারফরম্যান্সের ভাটার টান স্পষ্ট। লা লিগায় এবার তারা অনেক আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে শেষ পর্যন্ত তৃতীয় হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে শেষ ষোলো থেকেই, কোপা দেল রেতে সেমি-ফাইনাল থেকে।
দুবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা, দুবারের লা লিগা ও ইউরোপা লিগ জয়ী কোচ তার জাদুর পরশ হারিয়ে ফেলেছেন কি না, দলকে উজ্জীবিত করতে পারছেন কতটা, সেই প্রশ্নও এখন উঠছে।
বতাফোগোর শেষের গোল ছাড়াও ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা গ্রিজমান যেমন কোচের সঙ্গে একমত নন।
"রেফারিংকে দায় দিতে পারি না আমরা। কখনও কখনও নিজেদের সেরা খেলা উপহার দিতে পারি না আমরা এবং অবশ্যই এখানে উন্নতি করতে হবে।"