Published : 03 Jul 2023, 07:53 PM
ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চান ইয়োশকো ভার্দিওল, কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমন খবর। নিজের বর্তমান ক্লাব লাইপজিগকে এরই মধ্যে ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার। জার্মান ক্লাবটির ক্রীড়া পরিচালক মাক্স ইবেল নিশ্চিত করেছেন বিষয়টি৷
ভার্দিওল আলোচনায় উঠে আসেন কাতার বিশ্বকাপ দিয়ে। বিশ্ব সেরার মঞ্চে ক্রোয়েশিয়ার তৃতীয় হওয়ার পথে দারুণ খেলে নজর কাড়েন ২১ বছর বয়সী এই ফুটবলার। লাইপজিগের হয়েও সবশেষ মৌসুমে ভালো খেলেন তিনি।
২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতা সিটি এবার দলে ভেড়াতে আগ্রহী ভার্দিওলকে। গণমাধ্যমের খবর, ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে এই ক্রোয়াট যোগ দিতে পারেন ইংলিশ ক্লাবটিতে।
সম্প্রতি এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইবেল বলেন, ভার্দিওলের দলবদল নিয়ে নিয়ে লাইপজিগ ও সিটির মধ্যে আলোচনা চলছে।
“ইয়োশকো (ভার্দিওল) ও তার উপদেষ্টারা ম্যানচেস্টার সিটিতে ট্রান্সফারের জন্য আমাদের কাছে তাদের ইচ্ছার কথা জানিয়েছে। আমরা ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করছি। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর কিছু বলার নেই।”